thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা

২০১৯ সেপ্টেম্বর ২১ ১১:৪২:৫২
আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি এড়াতে আগামী রোববার (২২ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর ২০১৯ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুরুউদ্দিন আহমেদের স্বাক্ষর করা নোটিশে এই আদেশ দেয়া হয়।

এদিকে শিক্ষার্থীরা একদফা দাবির প্রেক্ষিতে দিন রাত বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার ভোর থেকে আন্দোলন তীব্র গতিতে চলছে। শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কাছেই একটি বাসায় ভাড়া থাকি। আমাদের আন্দোলনে আসতে দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্যায়ভাবে আনসার বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশের জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছে।’

উল্লেখ‌্য, বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ভর্তি বাণিজ্য, নারী কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগে বাণিজ্য ও স্বৈরাচারী শাসনের অভিযোগ এনে গত ১৭ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর