thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান

২০১৯ সেপ্টেম্বর ২১ ২১:১৩:০৫
চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: জুয়ার আসর বন্ধ করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ক্লাবে অভিযান শুরু করেছে র‌্যাব। এর অংশ হিসেবে তারা শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী স্পোর্টিং ক্লাব ঘিরে রেখেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। ক্লাব তিনটিতে এখনও অভিযান চলছে বলে তিনি জানান।

নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় এসব ক্লাব অবস্থিত।

মাহমুদুল হাসান মামুন বলেন, ‘তিনটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাবে বেশ কিছু জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে। আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান শুরু হবে। অন্য দুই ক্লাবে অভিযান এখনও অব্যাহত আছে।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে জানানো হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর