thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

যা বললেন মিন্নির আইনজীবী

২০১৯ সেপ্টেম্বর ২২ ১৫:৫৪:৫০
যা বললেন মিন্নির আইনজীবী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আয়েশা সিদ্দিকা মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে জেড আই খান পান্নার চেম্বারে মিন্নি তার বাবাকে নিয়ে সাক্ষাৎ করতে আসেন। দীর্ঘ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি। মিন্নিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী জেড আই খান পান্না।

মিন্নির ঢাকা আসার বিষয়ে জেড আই খান পান্না বলেন, ‘ডাক্তারের সাথে পরামর্শের বিষয় আছে। আইনজীবীর সাথে পরামর্শের বিষয় আছে। চার্জশিটের কথা তো আগাগোড়াই বলেছি, এটা একটা মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য এ ধরনের কারবার করা হয়েছে। নাথিং নিউ। জজ মিয়া এবং জাহালমের আরেকটা সংস্করণ।’

মিন্নির জবানবন্দি গণমাধ্যমে প্রকাশের বিষয়ে তার আইনজীবী বলেন, ‘দেখেছি। আমি তো কোর্টে বসেই দেখেছি। আপিল বিভাগের চেম্বার আদালত যখন আমাদের দেখাতে দিতে বলেছিল, তখন এক নজর দেখেছি। সেটাও (১৬৪ ধারার জবানবন্দি) একটা উপন্যাস। সুপ্রিম কোর্ট বারের সভাপতি কোর্টকে বলেছেন, এত সুন্দর করে লেখা, যা চিন্তার বাইরে।’

জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন? এ প্রশ্নের জবাবে মিন্নির আইনজীবী বলেন, আগেই করা হয়েছে। মিন্নি নিজে জেলখানা থেকে করেছে। এটা তো পুলিশের কাছে ছিল। আগেও আমরা দেখেছি, এটা গণমাধ্যমে এসেছে। কোর্টের কাছে দেয়ার আগে এটা প্রকাশিত হয়েছে। এটা ঠিক হয়নি। এটা আদালত অবমাননা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর