thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

অবশেষে অনুশীলনে ফিরলেন তামিম

২০১৯ সেপ্টেম্বর ২২ ১৮:৩৭:৪৪
অবশেষে অনুশীলনে ফিরলেন তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রীলংকা সফর শেষে দেশে ফিরে দুই মাসের লম্বা সময়ের ছুটি নেন তামিম ইকবাল। অবকাশ যাপনে পরিবার নিয়ে বিদেশ গমণ করেন দেশসেরা এ ওপেনার। দেশে ফিরেই অনুশীলনে নেমে পড়লেন জাতীয় দলের এ ওপেনার। পেশাদার ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন এ বাঁহাতি ওপেনার।

ছুটিতে থাকায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজে খেলা হয়নি। টি-টোয়েন্টি দলেও তিনি নেই। অবকাশ কাটিয়ে রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেন তামিম।

সবশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রত্যাশিত ব্যাটিংয়ে ব্যর্থ তামিম ইকবাল। বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান ছুটিতে থাকায় শ্রীলংকা সফরে অধিনায়কের ভূমিকা পালন করেন তামিম। তবে তার নেতৃত্বে কলম্বোর মাঠে টানা হেরে সমালোচনার মুখে পড়ে যায় বাংলাদেশ দল।

শুধু দলের বাজে পারফরম্যান্সই নয়, ব্যক্তিগতভাবে চমকপ্রদ কিছু করতে পারেননি তামিম। বিশ্বকাপ এবং শ্রীলংকা সিরিজে অফ ফর্মে থাকা তামিম ছন্দে ফেরার জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে দুই মাসের ছুটি নেন। অবকাশ যাপন কাটিয়ে আবারও খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর