thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বডি ম্যাসেজের আড়ালে সুন্দরী নারী দিয়ে দেহব্যবসা

২০১৯ সেপ্টেম্বর ২৩ ১০:৫৭:২৫
বডি ম্যাসেজের আড়ালে সুন্দরী নারী দিয়ে দেহব্যবসা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকায় বডি ম্যাসেজ পার্লারের আড়ালে গড়ে উঠেছে সুন্দরী নারীদের দিয়ে দেহ ব্যবসার নিরাপদ স্থান।

এমন সংবাদে রোববার রাতে পুলিশ গুলশান নাভানা টাওয়ার এর তিনটি ম্যাসেজ পার্লারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১৬ নারী ও তাদের তিন খদ্দেরকে আটক করা হয়।

রোববার রাতে গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার প্রদীপ কুমার বলেন, আমাদের কাছে তথ্য আসে যে, উত্তরা, গুলশান ও ধানমন্ডিতে অনেক বডি ম্যাসাজ পার্লার গড়ে উঠেছে। কিন্তু বডি ম্যাসাজের আড়ালে এসব পালার্রে সুন্দরী মেয়েদের দিয়ে দেহব্যবসা করানো হয়। রাত-দিন ২৪ ঘন্টাই পালার্রগুলোতে এ ব্যবসা হয়।

গোয়েন্দা তথ্য আছে অভিনব এসব বিউটি পার্লার অ্যান্ড স্পা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তায় ভিআইপি, সিআইপি ও ভিভিআইপি যৌনকর্মী নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়েছে। উত্তরা ১নং সেক্টরে নিউ সিটি ইন স্পা অ্যান্ড হেলথ কেয়ার, গুলশান ২ লেভেল এ স্মাইল ৭২সহ প্রায় অধর্ শতাধিক স্পা সেন্টার আছে। যেগুলোতে অভিযানের নিদের্শ দিয়েছেন শীর্ষ মহল।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর