thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি 25, ২৯ মাঘ ১৪৩১,  ১২ শাবান 1446

তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযান

২০১৯ সেপ্টেম্বর ২৩ ১৯:৫২:২৯
তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযান

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে অবস্থিত ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। চলমান ক্যাসিনো, জুয়া, হাউজি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিজাত এলাকার এ ক্লাবটিতে পুলিশি তৎপরতা শুরু হলেও অবৈধ কিছু পায়নি পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ক্লাবটিতে এ অভিযান শুরু হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন বলেন, ‘আমরা ফু-ওয়াং ক্লাবে অভিযান পরিচালনা করছি। তবে এখানে অবৈধ কোনও কিছু পাওয়া যায়নি। এখানে একটি বার রয়েছে, তবে ক্লাব কর্তৃপক্ষ ওই বারের অনুমতিপত্র (লাইসেন্স) দেখাতে পেরেছে। পুরো ক্লাবটি তল্লাশি করা হচ্ছে।’

ক্লাবটির ম্যানেজার মো. শামীম বিল্লাহ দাবি করেন, আমি গত ৩ বছর এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। এখানে মদের বার রয়েছে। সেটির লাইসেন্সও আমাদের কাছে আছে। এছাড়া এখানে জিমনেশিয়াম রয়েছে। তবে এখানে কোনও ক্যাসিনো বা জুয়া খেলা হয় না।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর