thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

গুলশানের তিন ‘স্পা’ সেন্টারে অবৈধ দেহ ব্যবসা

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১১:১৭:৫২
গুলশানের তিন ‘স্পা’ সেন্টারে অবৈধ দেহ ব্যবসা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নগরীর গুলশানের তিনটি ‘স্পা’ সেন্টারে উঠতি বয়সী তরুণী ও নারীদের দিয়ে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করা হতো। এ ব্যবসা পরিচালনার মূল হোতারা হলেন- সুমন খান কিং, রায়হান ও নুরুল ইসলাম নাহিদ।

তবে তারা তিনজনই পলাতক রয়েছেন। গুলশানের নাভানা টাওয়ারে অবস্থিত ‘লাইফ স্টাইল স্পা’, ‘রেসিডেন্স সেলুন অ্যান্ড স্পা’ ও ‘ম্যাংগ স্পা’তে এ দেহ ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। আদালতে পৃথক তিনটি প্রতিবেদন দিয়ে এমনটিই জানিয়েছে পুলিশ।

এদিন ওই তিনটি স্পা সেন্টার থেকে আটক ১৮ জনকে আদালতে উপস্থাপন করে পুলিশ। পৃথক তিন মামলায় এদের মধ্যে দু’জনের রিমান্ড আবেদন ও বাকি ১৬ নারীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর