thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কবির সিং নিয়ে শহিদের প্রশ্ন

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৭:১৫:৩৪
কবির সিং নিয়ে শহিদের প্রশ্ন

দ্য রিপোর্ট ডেস্ক: শহিদ কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা কবির সিং। চলতি বছর মুক্তি পাওয়া এখন পর্যন্ত সেরা ব্যবসাসফল বলিউড সিনেমা এটি। সিনেমাটি ঘিরে সমালোচনারও শেষ নেই।

সম্প্রতি ইন্ডিয়া টুডেতে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শহিদ কাপুর। তিনি বলেন, বক্স অফিসে আয়ের দিক থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা দশটির একটি কবির সিং। অনেকের কাছে এটি ধারণার অতীত। আমাদের কাছে মনে হয়েছে সিনেমাটি খুবই লাভজনক এবং আমরা একটি ভালো সিনেমা তৈরি করেছি। আমরা ধারণা করেছিলাম সিনেমাটি কিছু মানুষের জন্য বিব্রতকর হতে পারে কিন্তু মুক্তির পর উল্টো হয়েছে। ইন্ডাস্ট্রি হিসেবে আমরা দর্শকের চেয়ে পিছিয়ে আছি। আমরা মনের মধ্যে কিছু ধারণা তৈরি করে রাখি, যা আমাদের সৃজনশীলতা সীমাবদ্ধ করে ফেলেছে। তাই আমি এটি থেকে শিক্ষা নিয়েছি।

রিয়েল লাইফের ঘটনাই রিল লাইফে তুলে ধরেছে কবির সিং। এ নিয়ে পদ্মাবত সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, আপনি যদি মনে করেন, সিনেমা একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি আপনাকে কী করতে হবে আর হবে না শিক্ষা দেবে, সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। সিনেমা মানেই বাস্তব জীবনের দর্পণ, সত্য তুলে ধরা। এটি একটি অ্যাডাল্ট সিনেমা। প্রাপ্তবয়স্কদের জন্য, যাদের ভালো-মন্দ বোঝার ক্ষমতা রয়েছে। জনাব বচ্চন কি কাউকে চোর হওয়ার শিক্ষা দিয়েছেন? আপনি একটি সিনেমা দেখতে যান, এটি কাল্পনিক, ঠিক কি না? আমি বাস্তবে এমন ঘটনা দেখেছি। যদি কোনো জুটির মধ্যে দ্বন্দ্ব বাঁধে আর সেটি তৃতীয় কোনো ব্যক্তি দেখেন, তাহলে প্রত্যেকের ধারণাই পৃথক হবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ভালোবাসার সম্পর্কে আছেন। স্বাধীনচেতা একটি মেয়ে সাদাসিধে একটি ছেলের প্রেমে পড়েছে বা এর বিপরীতও দেখেছি। জীবন এমনই। এখানে সমস্যা কোথায়? সিনেমা থেকে যতটুকু নিতে চান নিন। এটিই গণতন্ত্র।

অন্য সিনেমার উদাহরণ দিয়ে এ অভিনেতা প্রশ্ন করেন, ত্রুটিপূর্ণ স্বভাবের ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প। কবিরের চেয়ে প্রীতি (কিয়ারা আদভানি) শক্তিশালী চরিত্র। কবির নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কবিরের মতো এমন স্বভাবের মানুষের জন্য একজন প্রীতি প্রয়োজন। শাহরুখ যখন বাজিগর সিনেমায় শিল্পা শেঠিকে হত্যা করেছে, তখন কেউ প্রশ্ন তোলেনি। সাঞ্জু সিনেমায় সোনম কাপুরের গলায় যখন কমোড সিট পরানো হয় তখন কেউ কথা বলেনি। সবাই কবির সিংয়ের পিছনে পড়ে আছে কেন?

তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক কবির সিং। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত অর্জুন রেড্ডি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে। রিমেকটিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ানা আদভানি। এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। তেলেগু সিনেমাটিও পরিচালনা করেছিলেন তিনি। টি সিরিজের ব্যানারে নির্মিত কবির সিং সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরেশ ওবেরয়, সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর