thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নিয়োগ জালিয়াতি, ইউজিসি সচিব খালেদকে ওএসডি

২০১৯ সেপ্টেম্বর ২৫ ১২:৩৯:৪৫
নিয়োগ জালিয়াতি, ইউজিসি সচিব খালেদকে ওএসডি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সচিব মো. খালেদের মেয়ে ইউজিসির সহকারী পরিচালক পদে পরীক্ষায় অংশ নেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে খালেদ নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর