thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিআরটিএর কাছে ব্যক্তিগত গাড়ির তালিকা চেয়েছে দুদক

২০১৯ সেপ্টেম্বর ২৫ ১৫:৩৫:৪০
বিআরটিএর কাছে ব্যক্তিগত গাড়ির তালিকা চেয়েছে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত পাঁচ বছরে কী পরিমাণ ব্যক্তিগত বিলাসবহুল গাড়ির নিবন্ধন দিয়েছে তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে জরুরি ভিত্তিতে ওই তথ্য দিতে বলা হয়েছে।

চিঠি পাঠানোর বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘বিআরটিএ’র কাছে দুই হাজার ৫০০ সিসি বা তার বেশি অশ্বশক্তিসম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপগাড়ির তালিকা চাওয়া হয়েছে।’

দুদক সূত্রে জানা গেছে, দুদকের বিশেষ তদন্ত অণুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের সই করা পাঠানো চিঠিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে গত পাঁচ বছরে বিআরটিএ’তে নিবন্ধন করা গাড়ির তালিকা চাওয়া হয়েছে। চিঠিতে গাড়ির বিবরণ যেমন- ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মডেল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, আমদানির সন, গাড়ির দাম, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর