thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

২ ব্রাজিলিয়ানের গোলে শীর্ষে রিয়াল

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১০:২১:৪৭
২ ব্রাজিলিয়ানের গোলে শীর্ষে রিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক: লা লিগায় জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেছেন দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন লস ব্লাঙ্কোরা।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়মিত একাদশে আটটি পরিবর্তন আনেন রিয়াল কোচ জিনেদিন জিদান। গোলরক্ষক থিবো কোর্তোয়া, এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজসাইড বেঞ্চে বসিয়ে রাখেন তিনি। এছাড়া স্কোয়াডেই রাখেননি গ্যারেথ বেলকে।

দ্বিতীয় সারির দল নিয়েও দারুণ শুরু করে রিয়াল। মুহুর্মুহু আক্রমণে ওসাসুনাকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। তবে সাফল্য পেতে একটু বিলম্ব হয়। ৩৬ মিনিটে টনি ক্রুসের পাস ধরে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভিনিসিয়াস। ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যান স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। ৫৭ মিনিটে নিশানাভেদ করেন লুকা ইয়োভিচ। তবে গোলটি বাতিল হয়ে যায়। ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির (ভিএআর) সহযোগিতা নিলে দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।

৭১ মিনিটে ভিনিসিয়াসের পরিবর্তে মাঠে নামেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। মাঠে নেমেই গোলের দেখা পান তিনি। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা পাস বাড়ান কাশেমিরো। সেটি ধরে পেনাল্টি ডি বক্সের বাম দিক দিয়ে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে ডান পায়ের বাঁকানো শটে ঠিকানায় পাঠান তিনি।

বাকি সময়ে আর গোলের চেষ্টা করেনি রিয়াল। বরং রক্ষণে বেশি মনোযোগ দেয় তারা। তাদের চীনের প্রাচীরতুল্য রক্ষণদুর্গ টপকাতে পারেনি ওসাসুনা। ফলে আবারও হার সঙ্গী হয় অতিথিদের। এ সময়ে আর গোলমুখ খুলতে পারেনি রিয়ালও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জিদানের শিষ্যরা।

এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল। দিনের অপর ম্যাচে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। লেগানেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাথলেটিকো বিলবাও। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ গ্রানাডা। আর ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারী বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর