thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১০:৩৭:৪৩
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তিনি রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর আরেক সহকারী প্রক্টর মো. হুমায়ন কবীর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় পদত্যাগ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো তাদের তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত টিমের সদস্যরা গত ২১ সেপ্টেম্বর বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের লিখিত বক্তব্য সংগ্রহ করছেন। আজ বৃহস্পতিবারও তারা শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন এবং লিখিত বক্তব্য গ্রহণ করবেন বলে জানা গেছে। বুধবার বিকাল চারটার দিকে ড. মো. আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত টিম বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন।

প্রসঙ্গত, ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে টানা আট দিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর