thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মুক্তি পেলেন তারেকের বন্ধু মামুন

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১৩:১১:২৪
মুক্তি পেলেন তারেকের বন্ধু মামুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসাইয়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন। আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার (৯টা থেকে ১টা পর্যন্ত) জন্য তাকে মুক্তি দেওয়া হয়।

বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মা মোসাম্মত হালিমা খাতুন মারা যান। মায়ের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তাদের আরেক ভাই জালাল উদ্দিন রুমী। আবেদনে বলা হয়, তাদের মায়ের বয়স হয়েছিল ৯৩ বছর। বাধ্যর্কজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনি ঢাকার ইউনাটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

মামুনের পরিবার জানিয়েছে, মুক্তি পেয়ে তাদের সোবহানবাগের বাসায় অবস্থান করছেন মামুন। মায়ের জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের দাফনে থাকবেন তিনি।

উল্লেখ্য, লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত ২০টি মামলা রয়েছে মামুনের বিরুদ্ধে। এর মধ্যে একটি ঘুষ ও মানি লন্ডারিং মামলায় আদালতের রায়ে সাত বছর কারাদণ্ড হয়েছে মামুনের।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর