thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: বিসিবি সভাপতি

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১৮:৫৯:৩৮
অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: বিসিবি সভাপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এদিকে বিসিবির সহ-সভাপতি ও পরিচালক মাহবুব আনামের কাছে সম্পত্তির হিসেব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ছাড় পাবেন না কেউই!

শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাম্প্রতিক ঘটনায় বিসিবি বিব্রত কিনা এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই। মূল কথা হলো কেউ অন্যায় করলে তার শাস্তি হবেই। এর সঙ্গে কারও দ্বিমত হওয়ার প্রশ্নই ওঠে না।’

সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকে ‘সাহসী’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সেটাকে ভালো না বলার কারণ নেই। এমন সাহসী পদক্ষেপ শুধু তার পক্ষেই নেওয়া সম্ভব।’

বিসিবির দুই পরিচালককে নিয়ে পাপনের মন্তব্য, ‘বিষয়টি এখন প্রক্রিয়াধীন। দুদক অনেকের কাছেই সম্পদের হিসেব চায়। তার মানে এই নয় যে তিনি (মাহবুব) অনৈতিক বা বেআইনি কাজ করেছেন। তবে লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনোর জন্য ক্লাব ভাড়া দিলে তার বিচার হবেই।’

তবে এখনই কোনও পদক্ষেপ নিতে চান না বিসিবি সভাপতি, ‘আমরা চাই সুষ্ঠু বিচার হোক, দোষীরা ধরা পড়ুক। কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নিতে চাচ্ছে না। বিসিবির সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। অপরাধের সঙ্গে জড়িত কাউকে বিসিবি ছাড় দেবে না।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর