thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশ দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে: সাকিব

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১৯:০৪:২৬
বাংলাদেশ দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে: সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম একটি ভালো দল। এ ধরনের টিমের জন্য কখনো কখনো পরিবর্তনের অবস্থা থাকে এবং এখন আমরা সেই অবস্থায় রয়েছি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ প্লাজায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আরও বলেন, ‘খারাপ অবস্থা কাটিয়ে উঠতে বেশিদিন লাগবে না এবং আমরা আগের মতোই ভালো খেলতে শুরু করবো।’

সদ্যশেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। রিজার্ভ ডে না থাকায় বাইলজ অনুসারে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানকে।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বৃষ্টির কারণে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। যদি ফাইনাল ম্যাচটি হতো তাহলে পরিস্থিতি আমাদের অনুকূলেই থাকতো।’

আগামী বছরে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘সামনে বিশ্বকাপ, সবাই আমাদের জন্য দোয়া করুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারব।’

যুক্তরাষ্টে অনুষ্ঠিত ইউনিসেফের ওই অনুষ্ঠানে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ এওয়ার্ডে ভূষিত করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশে যুব সমাজের দক্ষতা উন্নয়নে অবদান রাখায় এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশ তার সকল নীতির কেন্দ্রে শিশুদেরকে স্থান দিয়েছে, একইসঙ্গে শিশু মৃত্যুহার হ্রাসে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করে চলেছে এবং বিদ্যালয়সমূহে লিঙ্গ সমতা নিশ্চিত করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন’।

বিশ্বসেরা এ অলরাউন্ডার আরও বলেন, ‘এটি সত্যিই চমকপ্রদ যে, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ সমাজের দক্ষতা উন্নয়নে তার অবদানের জন্য ইউনিসেফের স্বীকৃতি লাভ করেছেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর