thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ক্যাসিনোতে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের তালিকা হচ্ছে

২০১৯ সেপ্টেম্বর ২৮ ১৪:১৯:৩২
ক্যাসিনোতে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের তালিকা হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যাসিনো কেলেঙ্কারিতে উঠে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকের নাম। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যাদেরকে আটক করা হয়েছে তারা জিজ্ঞাসাবাদে কেবল রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কথাই বলেননি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্টপোষকতার কথাও স্বীকার করেছেন। রিমান্ডে স্বীকার করেছেন যে, আইনপ্রয়োগকারী সংস্থার অনেক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা এবং মদদে তারা নির্বিঘ্নে এবং নির্ভাবনায় তারা ক্যাসিনো বাণিজ্য চালিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর যারা জিজ্ঞাসাবাদ করছেন, তাদের কাছে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন সদস্যর নামের তালিকা বের হচ্ছে। ইতিমধ্যেই নিম্ন পর্যায়ের কয়েকজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন স্থানে যে ক্যাসিনো বাণিজ্য ছড়িয়ে পড়ে তার পেছনে আইনপ্রয়োগকারী সংস্থার ব্যার্থতার বিষয়টিও নজড়ে এসেছে গোয়েন্দাদের। এ কারণেই এই তালিকায় যেসমস্ত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের নাম উঠে এসেছে তাদের তালিকা তৈরী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে আইনপ্রয়োগকারী সংস্থার যাদের নাম এসেছে বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ তাদের ব্যাপারে করণীয় নির্ধারনের জন্য প্রধানমন্ত্রীর মতামত চাওয়া হবে। প্রধানমন্ত্রীর মতামতের পরে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর