thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি 25, ১৫ ফাল্গুন ১৪৩১,  ২৯ শাবান 1446

অ্যাকশন মুডে আল্লু অর্জুন

২০১৯ সেপ্টেম্বর ২৯ ১১:৩৯:০৩
অ্যাকশন মুডে আল্লু অর্জুন

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘আলা ভাইকুন্তাপুরামলো’। ত্রিবিক্রিম শ্রীনিবাস পরিচালিত এ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সিনেমাটির শুটিং ইউনিটের এক সদস্য ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আল্লু অর্জুন হায়দরাবাদে হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। যার তত্ত্বাবধায়ন করছেন রাম-লক্ষ্মণ। আল্লু এখন পুরোপুরি অ্যাকশন মুডে রয়েছেন।’

হায়দরাবাদের শুটিং শেষ করে একটি গানের শুটিংয়ের জন্য সিনেমাটির টিম বিদেশে পাড়ি জমাবে। আগামী অক্টোবরের মধ্যে সিনেমাটির সিংহ ভাগ শুটিং শেষ হবে। তবে আগামী নভেম্বরে গানের কিছু অংশের শুটিং হবে বলেও জানান তিনি।

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। সিনেমাটির আইটেম গানে দেখা যাবে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালকে।

আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা প্রযোজিত সিনেমাটি ২০২০ সালের ১৫ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর