thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জামিনে মুক্তি পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া

২০১৯ অক্টোবর ০১ ১৯:৩০:১৩
জামিনে মুক্তি পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কথা জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির তিনজন সংসদ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান। সেখানে তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

এই তিন সংসদ সদস্য হলেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

হারুনুর রশীদকে উদ্ধৃত করে শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারেন না। তিনি সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাবেন। জামিনে মুক্ত হয়ে চিকিৎসকের পরামর্শে তিনি দেশের বাইরে যেতে সম্মত হয়েছেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর