thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টি-টেন ক্রিকেট খেলবেন সাকিব

২০১৯ অক্টোবর ০১ ১৯:৪৯:৩৩
টি-টেন ক্রিকেট খেলবেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী বছর শুরু হচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট। আগামী ২০ অক্টোবর স্কাই স্টুডিওতে হবে এই টুর্নামেন্টের প্লেয়ারর্স ড্রাফট।

টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো তারকাদের সঙ্গে সাকিব আল হাসানের নামও রয়েছে।

ইংল্যান্ডের আটটি শহরে দল নিয়ে আগামী ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। ১০০ বলের এ টুর্নামেন্টে নাম লিখিয়েছেন, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান ও বাবর আজমের মতো তারকা ক্রিকেটাররা।

টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ড্রাফটে আছেন: সাকিব আল হাসান, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ইয়ন মরগান, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রশিদ খান, কেন উইলিয়ামসন, কুইন্টিন ডি কক, কাগিসো রাবাদা, বাবর আজম, ফাফ ডু প্লেসিস, অ্যারন ফিঞ্চ, কাইরন পোলার্ড, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, মঈন আলী, জেসন রয়, লিয়াম প্লাংকেট ও টম কারান।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর