thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

২০১৯ অক্টোবর ০১ ১৯:৫৬:২২
পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেছেন, ‘আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তের দায়-দায়িত্ব আমাকে দিয়েছে। কিন্তু আমি এটা চাইতেও পারি না, করতেও পারি না। এ ব্যাপারে সরকার উদ্যোগ নেবে অথবা বিচার বিভাগ চিন্তা করবে। কিন্তু আমার ওপর চাপ সৃষ্টি করার অর্থ হচ্ছে- একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছা পদত্যাগে আহ্বান করা। যেখানে যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি পোষণ করছি না।’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য।

দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমি আন্দোলনকারীদের আইন বিশেষজ্ঞের মতামত জানিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি। মহামান্য আচার্যের কাছে খবর যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারা যদি মনে করে তদন্ত করা উচিত, অবশ্যই তারা করবে। সেক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।’

কোথাও তদন্তের আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা তা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি একবার তদন্তের কথা বলে ধমক খেয়েছিলাম। আমি তাদের বলেছি, বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক সংকট চলছে তা আপনাদের জানা প্রয়োজন। সংকট উম্মোচন করার আহ্বান জানিয়েছি তাদের। তাহলেই তো তদন্ত হবে। আমার বিরুদ্ধে তো আমি তদন্ত করতে পারি না। আমি তখনও এটা বলেছি। এখনও আরও স্পষ্টভাবে বলছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার উপাচার্যের কাছ থেকে ঈদ সালামি পাওয়ার দাবির ব্যাপারে তিনি বলেন, ‘ওরা বলুক। আমি এটা মানছি না। নিজেই কখনও পাঁচ হাজার টাকার ওপর সালামি পাইনি। কে কে আমার মানহানি করেছে, কোন কোন গণমাধ্যম করেছে কখনও পরিস্থিতি এলে আমি এ নিয়ে কথা বলবো।’

পদত্যাগ দাবির আন্দোলনে পেছনে ইন্ধন আছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘সারা বিশ্ববিদ্যালয় মনে করে ইন্ধন আছে, আমিও মনে করি। কারা দিচ্ছে, আমরা সবাই আঁচ করতে পারি। তারা আমার দ্বিতীয় দফায় নিয়োগ মেনে নেয়নি। তারা নানা সময় নানা ভাবে নানা কিছু করেছে। ইন্টারেস্টিং হলো, তারা প্রথম দিকে আওয়ামী লীগপন্থী সংগঠনের একটা দিক হয়ে দাঁড়িয়েছিল। এখন তারা বিএনপি ও বামপন্থী শিক্ষকদের নিয়ে দাঁড়িয়েছে।’

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের নিয়ে উষ্মা প্রকাশ করেন উপাচার্য। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যখন ক্লাস-পরীক্ষা হচ্ছে, তখন আপনারা দেখাচ্ছেন ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এটা পাপ। এটা করবেন না। বিশ্ববিদ্যালয়ের মিথ্যা চরিত্র চিত্রণ করে আপনারা উপকার করছেন না, অপকার করছেন।’

তিনি আরও বলেন, ‘যেটুকু সত্য, তা একটু বাড়িয়ে-কমিয়ে প্রচার করুন। কিন্তু মিথ্যাকে একেবারে সত্যের জায়গায় বসিয়ে দিলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর