thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল 25, ২০ চৈত্র ১৪৩১,  ৫ শাওয়াল 1446

খুলনায় দু’দিনের সফরে রাষ্ট্রপতি

২০১৯ অক্টোবর ০২ ১১:১৪:১০
খুলনায় দু’দিনের সফরে রাষ্ট্রপতি

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দিনের সফরে শনিবার (১ অক্টোবর) খুলনা গেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে খুলনার খালিসপুরের বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।

চিফ অব নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বুধবার (২ অক্টোবর) দুপুরে তিতুমীরে অ্যাওয়াডিং অব ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন। এছাড়াও তিনি নৌবাহিনীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে রয়েছেন। বিকালে তার ঢাকায় ফেরার কথা। খবর বাসস।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর