thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৬ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

কেন রাতে শুটিং করেন না টাইগার

২০১৯ অক্টোবর ০৩ ০৯:৫৫:৫৬
কেন রাতে শুটিং করেন না টাইগার

দ্য রিপোর্ট ডেস্ক: স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।

বর্তমানে ইশান কাট্টারের সঙ্গে খালি পিলি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অনন্যা। শুধু রাতেই সিনেমাটির শুটিং হচ্ছে। কিন্তু এর আগে কখনোই রাতে শুটিং করেননি এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, আমি রাতে শুটিং করিনি কারণ কোনো সুযোগ ছিল। টাইগার ১০টা বাজলেই ঘুমিয়ে পড়ে।

এছাড়া কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকারের সঙ্গে পতি পত্নী অউর ওহ সিনেমার শুটিং করছেন অনন্যা। তিনি বলেন, আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। এটিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। আমার কোনো অভিযোগ নেই। শুটিংয়ের ব্যস্ত শিডিউল আমি অনেক উপভোগ করছি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর