thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল 25, ২০ চৈত্র ১৪৩১,  ৫ শাওয়াল 1446

দুর্নীতির দুর্বৃত্ত চক্র ভাঙতেই এ অভিযান: ওবায়দুল কাদের

২০১৯ অক্টোবর ০৫ ১৬:০৮:৩০
দুর্নীতির দুর্বৃত্ত চক্র ভাঙতেই এ অভিযান: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশে যে শুদ্ধি অভিযান চলছে তা কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। মূলত দেশে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান। আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এই কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যতই প্রভাবশালী হোক না কেন যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা কেউ ছাড় পাবে না। এ সময় ওবায়দুল কাদের জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে আওয়ামী লীগ সভাপতির।

সেই সঙ্গে তৃণমূলের কমিটি গঠনে বিতর্কিতদের স্থান না দেওয়ারও নির্দেশ আছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর