thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত টিউশন ফি মওকুফ হচ্ছে

২০১৯ অক্টোবর ০৬ ১৯:১১:৪২
ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত টিউশন ফি মওকুফ হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২০২০ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধারাবাহিকভাবে এটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত করা হবে।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচএসপি) শীর্ষক স্কিমের আওতায় বেসরকারি স্কুল, কলেজে এটি পরিচালিত হবে।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সভা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রথম বছর শুধু ষষ্ঠ শ্রেণি, পরের বছর ষষ্ঠ, সপ্তম, তারপরের বছর ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণি এভাবে ধারাবাহিকভাবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এটি বাস্তবায়িত হবে। এক্ষেত্রে স্কুল প্রতি সর্বনিম্ন ৩৫ টাকা টিউশন ফি নির্ধারণ করা হবে। যা সরকার পরিশোধ করবে। তবে প্রতিষ্ঠানভিত্তিক কিছু জায়গায় ফি বেশি হতে পারে। সেটি নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর