thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গোপালগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

২০১৯ অক্টোবর ০৭ ১১:০২:৪৩
গোপালগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে উপজেলার দেবগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সৌরভ গাঙ্গুলী উপজেলার মধ্য দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ছিল।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সৌরভ গাঙ্গুলী উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে হোস্টেলে থেকে লেখাপড়া করতো।

রোববার রাতে বিদ্যালয়ের পাশের মাঠে সৌরভের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সে দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে যায়। অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায় নি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর