thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

শান্ত বুয়েট, ভর্তি পরীক্ষা শুরু

২০১৯ অক্টোবর ১৪ ০৯:৩১:২৬
শান্ত বুয়েট, ভর্তি পরীক্ষা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা চলবে দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজারের বেশি শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ বুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলে বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, শনিবার ভর্তি পরীক্ষা সামনে রেখে দুই দিন আন্দোলন শিথিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান, রোববার ও আজ আন্দোলন কর্মসূচি শিথিল থাকবে। বুয়েট প্রশাসন আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় তারা আন্দোলন শিথিল করার ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর