thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সৌরভ সভাপতি হলে লাভবান হবে বাংলাদেশ

২০১৯ অক্টোবর ১৪ ১৮:২৩:৩৭
সৌরভ সভাপতি হলে লাভবান হবে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি। বাংলা ভাষাভাষী হওয়াতে ভারতের মতো দেশের ক্রিকেট বোর্ড সভাপতি হলে স্বাভাবিকভাবেই একটু হলেও সুবিধা পাবার কথা বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও মনে করছেন এমনটাই।

আজ (১৪ অক্টোবর) রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিসিসিআইয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। এখন যারা দায়িত্বে আছে তাদের সাথে সম্পর্ক ভালো, আগেও ছিলো। অবশ্যই সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার- এ কারণে আমরা হয়তো বাড়তি কিছু সুবিধা পাবো।’

মূলত বাঙালি ও সাবেক ক্রিকেটার বলেই বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোন একটা ইস্যুতে আলোচনা করতে গেলে তার সাথে স্বাচ্ছন্দ নিয়ে করতে পারবো, যেটা আগে বলেছি কারণ সে একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার। সে এখনো বেশ তরুণ, আমাদের এখানে অনেকবার খেলে গেছে। ব্যক্তিগতভাবেও আমাদের অনেকের সাথে তার সম্পর্ক ভালো। এখানে বলা যায় তার সাথে আত্মার সম্পর্ক ব্যক্তিগতভাবে। আশা করি এসব কাজে লাগবে।’

বাংলাদেশ দলের ভারত সফর হয়ে থাকে কালে-ভদ্রে। সাবেক ভারতীয় কাপ্তান সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সে ধারায় পরিবর্তন আসতে পারে মনে করেন জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একই সাথে ভারতের কাছ থেকে আমরা যেসব ম্যাচ পাইনি, দ্বিপাক্ষিক সিরিজ হোক কিংবা অন্যকিছু সেগুলো নিয়ে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারবো। এমনকি বয়সভিত্তিক লেভেলের ক্ষেত্রেও। এ সুবিধা গুলো থাকবে।’

আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে সৌরভের। বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেট বোর্ডের ভবিষ্যত সভাপতিকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশে- এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর