thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ১

২০১৯ অক্টোবর ১৪ ১৮:৪৩:২১
ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ১

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জালভোট দেয়া নিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে মংচিং চা তঞ্চঙ্গ্যা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অংচাই মং মারমা নামের অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে ফাতরার ঝিরি ভোটকেন্দ্রে কিছু লোক জালভোট দিতে আসে। তারা আজমত আলী বুলু মেম্বারের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্য প্রার্থী বাবুল কান্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হলে হট্টগোল শুরু হয়। হট্টগোল দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমদাদ উল্লাহ মো. উসমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিজিবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, বিকেলে জালভোট দেয়া নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে জটলা বাঁধে। পরে বিজিবির সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে অসতর্কতাবশত টিকারে চাপ লেগে গুলি বেরিয়ে গেলে ঘটনাস্থলে মংচিং চা তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়।

তিনি জানান, ওই এলাকায় কোনো ধরনের নেটওয়ার্ক নেই। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর