thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

২০১৯ অক্টোবর ১৬ ১৩:৩৯:১৪
শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও অনৈতিকতার বিরুদ্ধে শপথ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের (বুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে শপথবাক‌্য পাঠ করান বিশ্ববিদ‌্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিয়া রিজওয়ানা।

শপথ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামসহ অন‌্য শিক্ষকরা অংশ নেন।

১৫ অক্টোবর বুয়েটে শিক্ষার্থীরা তাদের মাঠ পর্যায়ের আন্দোলন বন্ধের ঘোষণা দেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে তারা সন্তুষ্ট।

শিক্ষার্থীরা বলেন, ‘আববরার হত্যা মামলায় চার্জশিটে যাদের নাম থাকবে তাদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না।’

তারা আরো বলেন, ‘১০ দাবির মধ্যে তিনটি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। আমরা দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমরা এজন্য ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ, তিনি এই বিষয়ে সজাগ না থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হতো না।’

শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েট প্রশাসনের কাছে আমাদের পাঁচটি দাবি ছিল। সেসব দাবির অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। এ কারণে আমরা বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মাঠ পর্যায়ের আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তের প্রেক্ষাপটে বুধবার থেকে সব আন্দোলন প্রত্যাহার করা হবে। সেদিন সব শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে বুয়েট ক্যাম্পাসে উপস্থিত হয়ে শপথ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর