thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

প্রেসিডেন্ট হয়েই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌরভ

২০১৯ অক্টোবর ১৭ ১০:১৫:৩৯
প্রেসিডেন্ট হয়েই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌরভ

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর প্রেসিডেন্ট হয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচটি স্মরণীয় করে রাখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌরভ।

ভারতের শীর্ষ একটি সংবাদ মাধ্যম বলছে, আনুষ্ঠানিকভাবে ২৩ অক্টোবর সৌরভ বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন। তবে ইতিমধ্যেই তিনি তার পরিকল্পনা সাজাচ্ছেন এবং কিছু কিছু কাজও শুরু করে দিয়েছেন। তার অংশ হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পৌঁছে গেছে। তবে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন।

ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাচ উদ্বোধন করবে তা নিয়ে চলছে নানা আলোচনা। একটি সূত্র আবার জানাচ্ছে, দু’জনকেই একসঙ্গে দেখা যেতে পারে ম্যাচের উদ্বোধনে।

বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্টে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে চলেছেন, তা নিয়েও চলছে আলোচনা। তবে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়। বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্টের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর