thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঘরের ভেতর থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

২০১৯ অক্টোবর ১৯ ১৯:৫৫:৩৬
ঘরের ভেতর থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় ঘরের ভেতর থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির একটি তিনতলা বাসার নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. আরিফ (৩২) ও তার মেয়ে বিবি ফাতেমা (৪)। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী পিবিএ’কে জানান, বুচুইক্যা কলোনির একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন মো. আরিফ। শনিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, মো. আরিফের লাশ মেঝেতে ছিল। আর তার মেয়ে বিবি ফাতেমার লাশ খাটের উপর ছিল। হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর