thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পাপনের পয়েন্ট টু পয়েন্ট উত্তর

২০১৯ অক্টোবর ২২ ১৬:২১:০৬
পাপনের পয়েন্ট টু পয়েন্ট উত্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক: বোর্ডের জরুরি সভার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের এসব দাবি কোনো দাবিই হতে পারে না বলে তার মন্তব্য। কারণ এগুলো চাহিদা নাকি আগেই পূরণ করেছে বিসিবি। এছাড়া টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে দেবে, এটা ভাবতে পারছেন না বিসিবি প্রেসিডেন্ট।

পাপন বলেন, ওরা চেয়েছে আমি দেই নাই এটা হয়নি। শ্রীলঙ্কা সফর থেকে আসার পরেই সাকিব-তামিম আমাকে বলেছে, ভাই বেতন বাড়ায় দেন। আমি বললাম, তোমাদের বেতন এখন কত? ওরা বললো ৫০ হাজার। আমি পরে বললাম ঠিক আছে চার লাখ করে দিলাম। কী পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিচ্ছি, ২৪ কোটি টাকা শুধু ওদের বোনাস দিয়েছি।

শ্রীলঙ্কা সিরিজ শেষে বাংলাদেশে নামলাম। তামিম-মাশরাফি আমার কাছে লাউঞ্জে এসে বললো বস বেতনটা বাড়িয়ে দেন। বললাম কত? বলে আড়াই লাখ আছে। আরেকটু বাড়ান। বললাম ঠিক আছে বাড়িয়ে দেওয়া হবে।

সাকিব এসে সেদিন বলে ওয়ার্ল্ড কাপে ভালো খেললাম। আমার টাকা দিয়ে দেন। দিলাম ওরা টাকাটা।

বিশ্বের সবচেয়ে বেশি খেলোয়ারকে বিসিবি চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ দেয়।

মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের সঙ্গে খেলে। ওদের আর কি প্রায়োরিটি দেওয়া হবে?

এর ভাইরে পুলিশ মারছে। ওর বাপরে পুলিশ ধরছে। ওর খালার জমিজমার ব্যবস্থা করে দিচ্ছি। বিদেশ গেলেও ওদের সমস্যার সমাধান করছি।

আমাদের না বলে কেন মিডিয়ায় বললো। সারাবিশ্ব দিয়ে কল দিচ্ছে। আইসিসিসহ অন্যান্য বোর্ড কল দিয়ে পরিস্থিতি জানতে চাচ্ছে।

আপনি যদি আমাকে দাবি দাওয়া দেন আমি যদি না শুনি তখন আপনারা অ্যকশনে যেতে পারেন।

কাল থেকে আমার ফিটনেস কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে। এই সময় ওরা এটা শুরু করলো যা অবাক হওয়ার মত।

একবার তো ওরা বললো ওদের কোচই দরকার নেই। এইসব বিদেশি কোচ ওদের দরকার নেই।

কোচ প্লেয়ারদের পছন্দের মত হলে তো বিপদ। ওরা খেলাটা বন্ধ করলো কোন সময়টায়।

ইন্ডিয়ায় একটা সিরিজের ব্যবস্থা করেন। একটা টেস্ট ম্যাচ খেলান। এত কষ্ট করে একটা ফুল সিরিজ আয়োজন করলাম। আর এখন ওরা এটা শুরু করলো।

টেস্ট চ্যাম্পিয়ানশীপ খেলা শুরু হচ্ছে। সেটা প্রথম ভারতের সঙ্গে। আর তার আগে ওরা এটা কিভাবে করলো!

প্রথম বোর্ড মিটিংয়ে যখন খেলাম। ওরা বললো বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট থেকে বাদ। সেখান থেকে বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলবে।

যা যা জিনিস ওরা চাইলেই পাবে। তা কেন চাইলো না? ওরা এখনো আসেনি।

ফোন দিলে ওরা ফোন ধরে না।

আমার কথা হলো ওরা যে আমার কাছে দাবি না বলে মিডিয়ার কাছে বললো।

এইসব কিছুই একটা প্লানের অংশ

সবাই মতামত পাঠাচ্ছে।

আমাদের একজন ডাইরিক্টর যখন অ্যারেস্ট হয় সেদিন থেকে এটা শুরু হলো।

একটা লোক আছে মিথ্যে বলে বেড়ায়। এটা বারবার প্রমানিত হয়েছে। টিভিতে সেই লোকটা মিথ্যে বলে বেড়ায়।

বাংলাদেশের যারা খেলোয়ার আছে তারা বেশিরভাগই ক্রিকেট আর দেশকে ভালোবাসে।

বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করার জন্য একটা চেষ্টা চলছে।

প্রথমে ভেবেছিল আইসিসি থেকে জিম্বাবুয়ের মত আমাদের ব্যান করে দেবে।

ইন্ডিয়া ট্যুরে যদি না যায় তাহলে হয়তো আইসিসি দিয়ে একটা স্টেপ নিবে।

ওরা কেন খেলোয়ার বন্ধ করলো? এটাই আমার সবচেয়ে বড় কষ্ট।

ওরা জেনে বুঝে এগুলো করছে বলে মনে হয় না।

আমি কিছুদিন সময় চাচ্ছি। সব নাটের গুরু বের করবো।

প্লেয়াররা যদি খেলতে না চায় আমার তো কিছু করার নেই। না খেললে লাভটা কি তোমাদের?

সোমবার (২১ অক্টোবর) ক্রিকেটারদের ১১ দফা দাবি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানায় ক্রিকেট বোর্ডকে। আর তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবি জরুরি সভা ডাকে। দুপুর দুইটা থেকে বিসিবি সভাপতি এবং কর্মকর্তারা আলোচনায় বসেন। এরপর দুপুর ৩টা ১৫ মিনিটে সাংবাদিক সম্মেলন করেন নাজমুল হাসান পাপন।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর