thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন

২০১৯ অক্টোবর ২৫ ১৫:১৭:৫২
চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের মধ্যে দফারফার বৈঠক চলছিল। দুই পক্ষের আলোচনার মধ্যে বারবার হস্তক্ষেপ করছিলেন খালেদ মাহমুদ সুজন। তাতে বেজায় চটে যান বিসিবি বস নাজমুল হাসান পাপন। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাকে কড়া ধমক দেন তিনি।

উদ্ভূত ক্রিকেট সংকট নিরসনে বুধবার রাতে জরুরি বৈঠকে বসে বিসিবি ও ক্রিকেটাররা। ওই সময় বারবার খেলোয়াড়দের বিপক্ষে কথা বলেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং এবং পাতানো ম্যাচের অভিযোগ খেলোয়াড়দের সাজানো নাটক বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদ বলেন, ঘরোয়া তথা ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না। আম্পায়ারদের কেবল দু'একটি ভুল হয়। এছাড়া বাকি সব অভিযোগ কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাজানো নাটক। এসব নিয়ে তাদের দাবি ভিত্তিহীন।

এরকম বেশ কিছু বিষয় নিয়ে এভাবে বারবার ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করান এ বোর্ড পরিচালক। একপর্যায়ে তার ওপর খেপে যান নাজমুল হাসান। উচ্চস্বরে তিনি বলেন, চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! এতদিন আমাকে অনেক ভুল বুঝাইছো, আর না।

এর আগে নাজমুল হাসান জানান, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে বেতন নেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করান। এসব স্বার্থের সংঘাত সৃষ্টি করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর