thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চিকিৎসার জন্য বিদেশে যেতে চান খালেদা জিয়া: পরিবার

২০১৯ অক্টোবর ২৫ ১৭:৫৯:১৮
চিকিৎসার জন্য বিদেশে যেতে চান খালেদা জিয়া: পরিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যেতে চান বলে জানিয়েছে তার পরিবার। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, ‘তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। সারাক্ষণ শুয়ে থাকেন। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান।’

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া নিজে চিকিৎসার জন্য বিদেশে যেতে চান কিনা— জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘তিনি বলেন নাই। কিন্তু আমরা তাকে পাঠাতে চাই। দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। এখানে কোনও চিকিৎসা হচ্ছে না। ডাক্তারাই আসেন না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেলিমা ইসলাম
তিনি বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন না। কোনও চিকিৎসাও দেওয়া হচ্ছে না। অযথা তাকে এখানে ফেলে রাখা হচ্ছে। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাই।’ খালেদা জিয়া নিজে হাতে খাবার তুলে খেতে পারছেন না বলেও দাবি করেছেন সেলিমা ইসলাম।

খালেদা জিয়া জামিন পেলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে বলে উল্লেখ করে সেলিমা ইসলাম।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার মেঝ বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবায়দার বড় বোন শামীম আরা বিন্দু। আর হাসপাতালের বাইরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর