thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি 25, ২৯ মাঘ ১৪৩১,  ১২ শাবান 1446

ন্যাম সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২০১৯ অক্টোবর ২৬ ১৫:৩৬:১৭
ন্যাম সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রীসহ ১২০টি উন্নয়নশীল রাষ্ট্রের নেতারা এই সম্মেলনে রয়েছেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলটন বাকুতে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈজভোজে অংশ নেবেন।

এর আগে গতকাল শুক্রবার ন্যাম এর ১৮ তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যগ দেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী আগামীকাল রোববার স্থানীয় সময় বেলা ১১টায় বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর