thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল ক্যাসিনো সামগ্রী

২০১৯ অক্টোবর ২৭ ১৮:১৮:১৪
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল ক্যাসিনো সামগ্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলশানে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার দুপুরের পর এ অভিযান শুরু হয়। সেখান থেকে বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী, মদ-বিয়ার উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সামশুল কবির বলেন, ‘গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় আজিজ মোহাম্মদ ভাইকে বাসায় পাওয়া যায়নি।’

এদিকে একই সময় গুলশান-২ এর ২৮ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে তার আরেকটি ফ্ল্যাট ঘিরে রেখেছে অধিদপ্তরের কর্মকর্তারা। এখানেও বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী ও মদ থাকতে পারে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ইন্সপেক্টর সামশুল কবির।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর