thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

২০১৯ অক্টোবর ২৮ ১১:০৪:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে কোয়ালিফাই করেছে পাপুয়া নিউ গিনি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। বাছাই পর্বে আরেক গ্রুপের সেরা হয়ে অস্ট্রেলিয়ার টিকেট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেনিয়াকে ৪৫ রানে হারায় পাপুয়া নিউ গিনি। অবশ্য এতেই কাজ শেষ হয়নি। গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্য নেদারল্যান্ডস ১২.৩ ওভারে ছুঁয়ে ফেললে কপাল পুড়ত তাদের; বিশ্বকাপে জায়গা করে নিত ডাচরা।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রয়োজনীয় ১৩১ রান তুলতে ১৭ ওভার খেলতে হয় নেদারল্যান্ডসকে। এতেই নিশ্চিত হয় পাপুয়া নিউ গিনি বিশ্বকাপ।

‘বি’ গ্রুপে জার্সির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে বিশ্বকাপ নিশ্চিত হতো ওমানের। তবে ১৪ রানে হেরে অপেক্ষা বেড়েছে তাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর