thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাকিব ছাড়াই বৈঠকে বোর্ড-ক্রিকেটাররা

২০১৯ অক্টোবর ২৮ ১৮:৩৪:৩৯
সাকিব ছাড়াই বৈঠকে বোর্ড-ক্রিকেটাররা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে মিরপুরে প্রস্তুত হচ্ছিল জাতীয় দলের ক্রিকেটাররা। এর মধ্যেই বোর্ডের তরফ থেকে হুট করে বৈঠকের জন্য ডাক পড়ে ক্রিকেটার-কোচদের। আচমকা এই বৈঠকের কারণ হতে পারে দুটি। ভারতের সাথে দিবারাত্রির টেস্ট এবং অধিনায়ক সাকিব ইস্যু।

নানা ইস্যুতে সাকিবের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েছে অনেক বেশি। আরো কয়েকজনের সঙ্গেও অবস্থা একই। যে কারণে আগেই জানা গেছে, বোর্ডের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেল নাগাদ পৌঁছে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।

বিসিবি কর্মকর্তারা বোর্ডে আসার পরপরই সভাপতি নাজমুল হাসান পাপনও এসে পৌঁছান বিকেল ৫টা নাগাদ। এসেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার আগে তিনি ডেকে নেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের কয়েকজনকে।

সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়ার কথা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। লাল দল আর সবুজ দলের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচটি খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই ম্যাচ শুরুর এক ঘণ্টারও কম সময় আগে ক্রিকেটারদের নিজের কাছে ডেকে নিলেন বিসিবি সভাপতি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর