thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

ভিকারুননিসায় ভর্তি ফরম বিতরণের সময় বৃদ্ধি

২০১৩ নভেম্বর ১০ ১৩:০৪:০১
ভিকারুননিসায় ভর্তি ফরম বিতরণের সময় বৃদ্ধি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০১৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি ফরম বিতরণের সময় একদিন বাড়িয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজু আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বরও ভর্তি ফরম বিতরণ করা হবে। আবেদন ফরমের মূল্য ২০০ টাকা।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম জমা ও সাক্ষাৎকারের তারিখ ১৫ ও ১৬ নভেম্বরের পরিবর্তে ১৬ ও ১৭ নভেম্বর করা হয়েছে।

উল্লেখ্য, গতবারের মতো এবারো ভিকারুননিসায় প্রকাশ্য লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হবে। যাদের জন্ম ১ জুলাই ২০০৭ থেকে ৩০ জুন ২০০৮ এর মধ্যে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য প্রতিষ্ঠানের সকল শাখার নোটিস বোর্ড এবং ওয়েবসাইটে (www.vnscbd.info) পাওয়া যাচ্ছে।

(দিরিপোর্ট২৪/সৌরভ/এমসি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর