thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কমেছে: যুক্তরাষ্ট্র

২০১৯ নভেম্বর ০২ ১০:০০:১৭
বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কমেছে: যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কমেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রবণতা ও বিস্তার আগের চেয়ে কমেছে।

প্রতিবেদনে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন পুরোপুরি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার জোরালো পদক্ষেপ নিয়েছে। আইনটি কার্যকর করতে সরকার ৫ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে দুটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে।

সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে অনেক সন্দেহভাজন নিহত হয়েছে। এসব হত্যাকাণ্ডকে ‘বন্দুকযুদ্ধ’, ‘ক্রসফায়ার’ বলে দাবি করা হলেও এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। সাইবার অপরাধ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তদন্ত সক্ষমতা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর