thereport24.com
ঢাকা, সোমবার, ৩১ মার্চ 25, ১৭ চৈত্র ১৪৩১,  ১ শাওয়াল 1446

আবরারের মৃত্যুর খবর ‘চেপে’ গান-বাজনা চালু রাখে কিশোর আলো!

২০১৯ নভেম্বর ০২ ১৭:০০:০৬
আবরারের মৃত্যুর খবর ‘চেপে’ গান-বাজনা চালু রাখে কিশোর আলো!

দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর আনন্দ আয়োজনে বিদ্যুৎস্পর্শে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই আবরারের মৃত্যু হয়েছে।

তাদের অভিযোগ, স্কুলছাত্র আবরারের মর্মান্তিক মৃত্যুর পরেও ঘটনা চেপে রেখে অনুষ্ঠান চালিয়ে যায় কিশোর আলো। এ নিয়ে আয়োজক ও কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আবরারের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন তারই কলেজের শিক্ষার্থী রিয়াজ। তার প্রশ্ন, ‘মৃত্যুর খবর চেপে রেখে কেন গান চললো, অনুষ্ঠান চললো?’

আরেক শিক্ষার্থী বলেন, বিকাল সাড়ে তিনটার সময় সে আহত হয়েছে, ডাক্তাররা বলছে মারা গেছে। তখন কেন ঘটনাটা জানানো হয়নি। অনুষ্ঠানস্থলের পাশেই ওর ডেডবডিটা ছিল। কেন অনুষ্ঠানটা চলল। এরপরেও কেন দুই ঘণ্টা ধরে গান চললো।

ঘটনা চেপে রেখে আবরারকে কলেজের পাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি হাসপাতালে নেয়ায় ক্ষোভ জানিয়েছেন আরও অনেকেই।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, ‘আয়োজকরা তাকে কাছের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।’

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ওই অনুষ্ঠান আয়োজনের অংশীদার ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, নাইমুল আবরারকে চিরকাল স্মরণ করা হবে। এ জাতীয় দুর্ঘটনা কেন ঘটল, তা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার (১৫)।

এ ঘটনায় শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অনুষ্ঠানে সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র ৭২ ঘণ্টার মধ্যে দিতে আয়োজক কর্তৃপক্ষ প্রথম আলোর কাছে দাবি করেছে।

কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ বলেন, নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর