thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে’

২০১৯ নভেম্বর ০৩ ১২:৩৬:২৩
‘জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার জেল হত্যা দিবস উপলক্ষে পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে একথা জানা তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা(হত্যাকারীরা) আমাদের দেশের আইনের আওতায় নেই। যেসব দেশে অবস্থান করছে তাদের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। তাদের ফিরিয়ে আনা হবে। যেসব দেশে তারা পালিয়ে আছে, সেসব দেশের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শুধু জেল হত্যার খুনিরাই নয়, বঙ্গবন্ধু হত্যার ও ২১ আগস্টের আসামিরাও বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। যেকোনও সময় ক্রমান্বয়ে তাদের ফিরিয়ে আনা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর