thereport24.com
ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি 25, ২৮ মাঘ ১৪৩১,  ১১ শাবান 1446

বৃহস্পতিবার ‘শেকড়ে’ ফিরছেন খোকা

২০১৯ নভেম্বর ০৫ ০৯:২৩:২২
বৃহস্পতিবার ‘শেকড়ে’ ফিরছেন খোকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃতদেহ বৃহস্পতিবার দেশে নিয়ে আসা হবে। ওইদিন সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে মৃতদেহ ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে।

এরপর খোকার মৃতদেহ তার গোপীবাগের ৩/১ দ্বিতীয় লেনের ‘শেকড়’ নামাঙ্কিত বাড়িটিতে নেওয়া হবে বলে জানা গেছে। গোপীবাগের তিন তলাবিশিষ্ট ‘শেকড়েই’ সাদেক হোসেন খোকার শৈশব-কৈশোর কেটেছে।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা একাত্তরের এই বীর যোদ্ধার প্রতি সম্মান জানান। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন, খোকার পুরো পরিবার বৃহস্পতিবার দেশে ফিরবেন। সব আনুষ্ঠানিকতা শেষে খোকার লাশ জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর