thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আবরারের মৃত্যুর দায়ভার কিশোর আলোর: রেসিডেনসিয়াল অধ্যক্ষ

২০১৯ নভেম্বর ০৬ ১৫:৪৩:১৪
আবরারের মৃত্যুর দায়ভার কিশোর আলোর: রেসিডেনসিয়াল অধ্যক্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব ছিল কিশোর আলোর, তাদের ব্যর্থতায় আবরারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। আজ বুধবার দুপুরে রেসিডেনসিয়াল কলেজের প্রাক্তনদের বিক্ষোভে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আবরারের মৃত্যুর দায়ভার অবশ্যই কিশোর আলো কর্তৃপক্ষকে নিতে হবে।

১ নভেম্বর শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠান দেখতে এসে নাইমুল আবরার রাহাত নামে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। রাহাত মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর