thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে কিছুই করার নেই বিসিবির

২০১৯ নভেম্বর ০৬ ১৮:০৪:৪১
সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে কিছুই করার নেই বিসিবির

দ্য রিপোর্ট প্রতিবেদক: টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মাঠে ফিরতে পারবেন আগামী বছরের ২৯ অক্টোবর। দেশের ক্রিকেটকে স্তব্ধ করে দেয়া এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল সাকিবের পাশে থাকার কথা।

তবে সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে কিছুই করার নেই বলে আজ জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি চাইলেও সম্ভব না বলে জানিয়েছেন পাপন। সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবির কোন পদক্ষেপ সাকিব এবং বোর্ড- উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি।

পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়। বরং হিতে বিপরীত হতে পারে।’

তবে বিসিবি প্রধান আশ্বস্ত করেছেন, সাকিব উদ্যোগী হলে বোর্ড তাকে যথা সম্ভব সর্বোচ্চ সাহায্য-সহযোগিতা করবে। এ সম্পর্কে বিসিবি প্রধানের ভাষ্য, ‘সাকিব চাইলে বিসিবি তাকে সবরকম সহযোগিতা করবে। সেটা বিসিবির দূর্নীতি দমন ইউনিট আর লিগ্যাল কমিটির সাথে বসে সম্ভাব্য করণীয় ঠিক করতে হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর