thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘তারেকের নেতৃত্বে বিএনপি করার চেয়ে বাড়ির কাজের লোক হওয়া ভালো’

২০১৯ নভেম্বর ০৭ ১০:১৫:২৮
‘তারেকের নেতৃত্বে বিএনপি করার চেয়ে বাড়ির কাজের লোক হওয়া ভালো’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জে. মাহবুবুর রহমান। তিনি সাবেক সেনাপ্রধান।

১৯৯৬ নির্বাচনের আগে জেনারেল নাসিমকে যখন বরখাস্ত করা হয় তখন আবদুর রহমান বিশ্বাস লে. জে. মাহবুবুর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগদান করেন। তার নেতৃত্বেই ৯৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। চাকরি থেকে অপসারিত হওয়ার পর জেনারেল মাহবুব বিএনপিতে যোগদান করেন। ২০০১ এর নির্বাচনে তিনি দিনাজপুরের একটি আসন থেকে নির্বাচিত হন। খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই রাজনীতিবিদের সঙ্গে দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার বিরোধ চলছিল।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, দুমাস আগে তারেক মাহবুবুর রহমানকে টেলিফোনে কুৎসিত এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর থেকেই তিনি বিএনপি কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। জেনারেল মাহবুবুর রহমান পদত্যাগপত্র দেওয়ার পর তার ঘনিষ্ঠদেরকে বলেছেন যে, ‘আর যাই হোক তারেকের নেতৃত্বে দল করা যায় না। তারেকের নেতৃত্বে বিএনপি করার চেয়ে কারোর বাসার কাজের লোক হওয়াও ভালো। কারণ তারেক সিনিয়রদেরকে ন্যূনতম সম্মান করতেও শেখেনি। কীভাবে দল চালাতে হয় সেটাও জানে না সে।’

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর