thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ নান্নু, সতর্ক করলেন অভিজ্ঞদের

২০১৯ নভেম্বর ০৭ ১১:২৮:১৮
তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ নান্নু, সতর্ক করলেন অভিজ্ঞদের

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে দারুণভাবে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছেন টাইগাররা। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে তারা, ব্যাকফুটে মেন ইন ব্লুরা।

ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। অনবদ্য এ জয়ের নেপথ্য কারিগর বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন তারা। পরিপ্রেক্ষিতে দলের সিনিয়র ক্রিকেটারদের সতর্ক করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারত সফরে রয়েছেন তিনিও। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েই এমন সতর্কবার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক।

সফরকারী দলে নেই মাশরাফি-সাকিব-তামিম-সাইফউদ্দিনের মতো পরীক্ষিত ক্রিকেটার। ভাঙাচোরা দল নিয়েও স্বাগতিকদের বুকে কাঁপন ধরাচ্ছেন লাল-সবুজ জার্সিধারীরা। অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে আলো ছড়াচ্ছেন তরুণ আফিফ, আমিনুল, নাঈম শেখরা। তাতেই মুগ্ধ হয়েছেন নান্নু।

তিনি বলেন, কে খেলছে আর কে খেলছে না- এখন এ নিয়ে আর ভাবার সময় নেই। মনে রাখতে হবে- কারও জন্য কেউ অপেক্ষা করে না। যেদিন যে প্ল্যাটফরম পাবে, তাকে সেটি কাজে লাগাতে হবে। যখন যে সুযোগ পাবে, তাকে ভালো ক্রিকেট খেলতে হবে। তা হলেই সাফল্য আসবে। কারও জায়গাতেই সুযোগ পেয়ে ভালো খেলে নিজেকে দলে প্রতিষ্ঠিত করে একজন ক্রিকেটার।

গত কয়েক মাসে অনেক ম্যাচ খেলেছে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা। প্রধান নির্বাচকের মতে, এ জন্যই এমন ফল পাচ্ছে বাংলাদেশ। তিনি যোগ করেন, গত কয়েক মাসে আমাদের হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল অনেক ম্যাচ খেলেছে। জাতীয় দলের মতোই ম্যাচ খেলেছে। তারা শিখেছে কীভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়। আফিফ, বিপ্লব, নাঈমের খেলা দেখে মনেই হয়নি, তারা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন খেলছে।

এখন সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামবেন তারা। বাংলাদেশ পারলে সেটি হবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে পঞ্চম ঘটনা। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে তাদের হারিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর