thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

২০১৯ নভেম্বর ১২ ১১:০৪:০৮
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ‌্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ‌্যা আরো বাড়তে পারে। ট্রেন দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।উদ্ধার অভিযান চলছে। যোগযোগ দ্রুত স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

দুর্ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিস, রেলওয়ে নিরাপত্তা বিভাগ এবং স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযানে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর