thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাঠে নেমেই আউট দুই ওপেনার

২০১৯ নভেম্বর ১৪ ১১:১৭:৪৬
মাঠে নেমেই আউট দুই ওপেনার

দ্য রিপোর্ট ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় বলের পেসের সামনে দাঁড়াতেই পারেনি দুই ওপেনার সাদমান ও ইমরুল।

দলীয় ১২ রানে ঈশান্ত শর্মার বলে সাহার ক্যাচ হয়ে ফিরেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা ইমরুল কায়েস (৬)। স্কোরকার্ডে আর কোন রান যোগ না হতেই সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান (৬)। উমেশ যাদবের বলে রাহানের তালুবন্দী হয়ে ফিরেছেন তিনি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ প্রথমবারের মতো মমিনুলের হকের নেতৃত্বে টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

বাংলাদেশ একাদশ:

ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ:

মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর