thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাংলাদেশ একাদশে নেই মোস্তাফিজ

২০১৯ নভেম্বর ১৪ ১২:০৯:১০
বাংলাদেশ একাদশে নেই মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের পর এবার মাঠে গড়ালো টেস্ট সিরিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। ফলে আগে বোলিং করছে ভারত।

বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন পয়েট অব ডায়নামো।

এ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। টেস্ট 'বিশ্বকাপের' দলের প্রথম ম্যাচে একাদশে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একদম নির্বিষ ও খরুচে ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে টেস্টেও ফিজের পারফরম্যান্সটা নজরকাড়া নয়। নিজের সবশেষ ৩ টেস্টে নিয়েছেন কেবল ২ উইকেট।স্বভাবতই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় খেলছেন ডানহাতি পেসার এবাদত হোসেন।

৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

টেস্ট র‌্যাংকিং ও শক্তিমত্তায় ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। আইসিসি র‌্যাংকিংয়ে ১ নম্বরে আছে কোহলি অ্যান্ড কোং। সেখানে ৯ নম্বরে আছেন টাইগাররা।

তবু তাদের হালকাভাবে নিচ্ছেন না মেন ইন ব্লুরা। একাদশে এক পরিবর্তন এনে শক্তিশালী দল গঠন করেছে ভারত। বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের স্থানে ঢুকেছেন ইশান্ত শর্মা। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর